চীনে নতুন-সংশোধন ‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইন’পাস
2022-10-31 16:14:42

অক্টোবর ৩১: গতকাল (রোববার) ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসর স্থায়ী কমিটির ৩৭তম অধিবেশনে নতুন-সংশোধিত ‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইন’ পাস হয়েছে। যা নারীর রাজনীতি, শিক্ষাসহ নানা খাতের অধিকার ও কল্যাণ রক্ষা এবং নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইন’ ১৯৯২ সালে চালু করা হয়। যা নারীদের অধিকার ও কল্যাণের মৌলিক আইন। এ আইন চালুর ৩০ বছরে, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও পারিবারিক জীবনসহ নানা খাতে নারীদের অধিকার রক্ষায় শক্তিশালী আইনগত নিশ্চয়তা পেয়েছে। ‘নারী ও পুরুষ সমান’ হচ্ছে চীনের মৌলিক রাষ্ট্রীয় নীতি। ‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইন’ এ নীতি বাস্তবায়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

জাতীয় গণকংগ্রেসর স্থায়ী কমিটির সামাজিক আইন-বিষয়ক কার্যালয়ের পরিচালক কুও লিন মাও জানান, ‘কিছু ঐতিহাসিক সাংস্কৃতিক প্রভাবের কারণে, চীনে ‘নারীদের ওপরে পুরুষের প্রাধান্য’-এর ধারণা এখনও নির্মূল করা যায় নি। নারীদের বৈষম্য, উপেক্ষা, এমনকি, নারীর বৈধ অধিকার ও কল্যাণ লঙ্ঘন করার ঘটনা এখনও ঘটে। এ বিষয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে।’

 

‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইনে’ আগে মোট ৯টি অধ্যায় ছিল, সংশোধনের পর এখন অধ্যায় হয়েছে ১০টি। সার্বিক রক্ষা ও নিশ্চিত করার ভিত্তিতে, নতুন যুগে নারী উন্নয়নের দাবি ও লক্ষ্য অনুসারে, নতুন সংশোধিত আইনটি সুরক্ষার খাত জোরদার করেছে।

 

কুওউ লিন মাও জানান, নারী পাচার ও অপহরণ প্রতিরোধ করা এবং নারীদের যৌন হয়রানি বন্ধ করার খাতসহ নানা খাতে নতুন সংশোধিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট নীতিমালা নেওয়া হবে।

 

নারী কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে নতুন-সংশোধিত ‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক আইন’ অনুসারে একাধিক নতুন নীতিও গ্রহণ করা হবে।

 

কুও লিন মাও জানান,  নতুন সংশোধিত আইন অনুসারে, নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটির খাতে আগের নীতির চেয়ে আরো উন্নত করা হবে।

 

এ ছাড়া বিয়ে ও পরিবার খাত, অর্থনীতি, শিক্ষাসহ নানা খাতে  নতুন  সংশোধিত আইনের সংশ্লিষ্ট নীতি উন্নত করা হয়।

 

নতুন-সংশোধিত ‘নারী অধিকার ও কল্যাণ রক্ষা ও নিশ্চিত বিষয়ক  আইন’ আগামী বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে।

 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)