বিশ্ব নগর দিবসের অনুষ্ঠানে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-10-31 19:05:50

অক্টোবর ৩১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) শাংহাইয়ে আয়োজিত ‘বিশ্ব নগর দিবস, ২০২২’-এর অনুষ্ঠানের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, বিশ্ব নগর দিবসের অনুষ্ঠানগুলো বিশ্বজুড়ে নগরভিত্তিক টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলে। বিভিন্ন দেশের নগরগুলো বিশ্ব উন্নয়ন প্রস্তাবে ও জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ পরিকল্পনা বাস্তবায়নে এবং ‘নতুন শহর পরিকল্পনা’ কার্যক্রমে অংশ নেবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বিশ্ব নগর দিবসের অনুষ্ঠান তথা দ্বিতীয় শহুরে টেকসই উন্নয়ন বিশ্ব সম্মেলন সোমবার শাংহাইয়ে উদ্বোধন করা হয়। চীনের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, শাংহাই শহরের গণ সরকার ও জাতিসংঘের মানব বন্দোবস্ত কমিশন যৌথভাবে এবারের সম্মেলন আয়োজন করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)