লি ই চুন
2022-10-31 15:40:26

লি ই চুন ১৯৬৯ সালের ২৭ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। মূল-ভূভাগের হুপেই প্রদেশের উহান শহর তাঁর পূর্বপুরুষের জন্মস্থান। তিনি তাইওয়ানের একজন নারী কণ্ঠশিল্পী এবং লোকসংগীতের একজন পথিকৃৎ।

 

১৯৮৭ সালের ১ অক্টোবর তিনি প্রথম ম্যান্ডারিন ভাষার একক অ্যালবাম “আরেকটি চুমু” প্রকাশ করে তাঁর সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন। অ্যালবামের শিরোনাম সংগীত অনেক তরুণ-তরুণীর ভালবাসা অর্জন করে। তিনি গানটি দিয়ে বিখ্যাত হন।

১৯৮৮ সালে লি ই চুন “এতক্ষণ আর বিদায়” নামক ম্যান্ডারিন অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ১ নভেম্বর তিনি আরেকটি অ্যালবাম “তুমি আমার জীবনের ভালবাসা” প্রকাশ করেন। ১৯৮৯ সালের ১ জুলাই তিনি “আবার ফিরে তাকাই” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীতটি অন্য একজন পুরুষ কণ্ঠশিল্পীও গেয়েছেন। গানটি পরে অনেক জনপ্রিয় ছিল। ১৯৯০ সালের ১ জানুয়ারি তিনি “এমন আমি” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের বিক্রির পরিমাণ তখন ১০ লাখের বেশি ছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত গান “বাতাসে প্রতিশ্রুতি” কেটিভি’তে খুবই জনপ্রিয় গানে পরিণত হয়। 

 

১৯৯০ সালের ১ ফেব্রুয়ারি লি ই চুন একটি যৌথ অ্যালবাম প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত হয়েছে একটি জনপ্রিয় টিভি নাটকের থিম সং “ওয়ান চুন”। টিভি নাটক মূল-ভূভাগে খুবই জনপ্রিয় হয়ে উঠার কারণে তিনি গানটি দিয়ে মূল-ভূভাগে জনপ্রিয় হন। সে বছরের ১ অগাস্ট তিনি তিনটি একক সিলেক্টেড অ্যালবাম প্রকাশ করেন এবং একই বছরের ১ নভেম্বর তিনি একটি কভার সংস্করণ অ্যালবাম প্রকাশ করেন।

 

১৯৯১ সালে লি ই চুন পর পর দু’টো অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯২ ও ১৯৯৩ সালে বার্ষিক অ্যালবাম প্রকাশ করার সঙ্গে সঙ্গে ১৯৯৩ সালের ডিসেম্বরে তিনি প্রথমবারের মতো হোক্কিয়েন বা দক্ষিণ ফুচিয়ান প্রদেশের উপভাষার অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে একটি হোক্কিয়েন অ্যালবাম প্রকাশ করার পাশাপাশি তিনি একটি সিলেক্টেড অ্যালবামও প্রকাশ করেন।

 

এখন আমি আপনাদের একটি গান শোনাতে চাই, গানটি তাঁর ১৯৯৫ সালের ১ মার্চে প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম “প্রতিশ্রুতি” থেকে নেয়া এবং এটি অ্যালবামের শিরোনাম সংগীত। 

 

১৯৯৮ সালে লি ই চুন টিভি নাটকের শেষ গান “বৃষ্টি প্রজাপতি” গেয়েছেন। এর মাধ্যমে তিনি আবার মূল-ভূভাগে জনপ্রিয়তার স্বাদ পান। গানটি তাঁর একই বছরের জুলাই মাসে প্রকাশিত “প্রতিশ্রুতি এবং মিথ্যা” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটির বিক্রির পরিমাণ ১২ লাখের বেশি ছিল।

 

“চিরদিনের জন্য” লি ই চুনের গাওয়া একটি গান। আসলে এটি একটি টিভি নাটকের শেষ গান। গানটি ২০০২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত টিভি নাটকের মূল শব্দ টেপে এবং জুন মাসে তাঁর নিজের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। কী কী চিরদিনের জন্য?

 

(প্রেমা/এনাম)