মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ
2022-10-31 18:48:59

অক্টোবর ৩১: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ (সোমবার) এক ফোনালাপে মিলিত হন। তাঁরা মূলত দু’দেশের বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ জাতীয় কংগ্রেসে পার্টি ও জনগণের অভিন্ন আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। চীন বিশ্বের শান্তি সুরক্ষা করতে, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার কূটনীতি মেনে চলতে, এবং বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক নীতি মেনে চলতে কাজ করে যাবে।

তিনি বলেন, চীন নিজস্ব বৈশিষ্ট্যময় আধুনিকতা দিয়ে সমস্ত মানবজাতির উন্নয়ন ত্বরান্বিত করবে এবং বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এটি হবে অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে বড় স্থিতিশীলতার দৃষ্টান্ত

ওয়াং ই বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকারের চীনকে জানতে চায়, তাহলে ভালোভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদন পড়তে হবে। চীনের দেশীয় ও বৈদেশিক নীতি প্রকাশ্য ও স্বচ্ছ।

ওয়াং ই আরও বলেন, চীন-মার্কিন সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনা কেবল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ স্বার্থেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থেই জরুরি। যুক্তরাষ্ট্রের উচিত চীনকে দমন করার নীতি থেকে সরে আসা এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি না-করা।

জবাবে ব্লিঙ্কেন বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা দেখতে চায়। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা চালিয়ে যেতে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক।

এ সময় তাঁরা ইউক্রেন ইস্যু নিয়েও মত বিনিময় করেন। (ছাই/আলিম)