নিজস্ব মহাকাশকেন্দ্রের দ্বিতীয় গবেষণাগার উত্ক্ষেপণ করলো চীন
2022-10-31 18:11:46

অক্টোবর ৩১: বেইজিং সময় আজ (সোমবার) বিকেল ৩টা ৩৭ মিনিটে, ওয়েনছাং উত্ক্ষেপণকেন্দ্র থেকে, নিজস্ব মহাকাশকেন্দ্রের দ্বিতীয় গবেষণাগার ‘মেংথিয়ান’ সফলভাবে উত্ক্ষেপণ করেছে চীন।

লংমার্চ-৫বি পরিবাহক-রকেটের সাহায্যে উত্ক্ষেপণের ৮ মিনিট পর ‘মেংথিয়ান’ মহাকাশ-গবেষণাগারটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। নির্দিষ্ট সময় পর এটি মহাকাশকেন্দ্রের মূল অংশ থিয়েনহ্য-র সঙ্গে যুক্ত হবে। আর এর মাধ্যমেই সম্পূর্ণ হবে মহাকাশকেন্দ্র নির্মাণের কাজ।

মেংথিয়েন গবেষণাগারটি ওয়ার্কিং কেবিন, লোড কেবিন, কার্গো এয়ারলক কেবিন এবং একটি রিসোর্স কেবিন নিয়ে গঠিত। এটির দৈর্ঘ্য ১৭.৯ মিটার, ব্যস ২.৪ মিটার, এবং ওজন ২৩ মেট্রিক টন।

এর আগে, গত ২৪ জুলাই, ‘ওয়েনথিয়েন’ নামক প্রথম মহাকাশ-গবেষণাগারটি মহাকাশকেন্দ্রে পাঠায় চীন। (ইয়াং/আলিম/ছাই)