গ্রামীণ পুনরুজ্জীবন এবং কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণ বাস্তবায়নে অবিরাম প্রচেষ্টা চালাতে হবে: সি চিন পিং
2022-10-30 18:27:56

অক্টোবর ৩০: ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শানসি প্রদেশের ইয়ানআন শহর এবং হ্য নান প্রদেশের আনইয়াং শহরের গ্রামাঞ্চল, স্কুল, লাল শিক্ষা ঘাঁটি এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জোর দিয়ে বলেন, একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশকে সর্বাত্মকভাবে গড়ে তোলার সবচেয়ে কঠিন কাজটি এখনও গ্রামাঞ্চলে রয়ে গেছে। চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা সম্পূর্ণভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করা, কৃষি ও গ্রামীণ এলাকার অগ্রাধিকারমূলক উন্নয়ন বাস্তবায়ন করা, ইয়ানআন এবং লাল পতাকা খালের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। দারিদ্র্যবিমোচনের সাফল্য বজায় রেখে, ব্যাপকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনকে উন্নত করতে এবং কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকীকরণ বাস্তবায়নের জন্য অবিরাম প্রচেষ্টা চালাতে হবে।

২৬ অক্টোবর বিকেলে সি চিন পিং প্রথমে ইয়াআন শহরের আনসাই অঞ্চলের কাওছিয়াও জেলার নানকৌ গ্রামে যান। তিনি আপেলের বাগানে গিয়ে চাষিদের কাছ থেকে এই বছরের আপেলের ফলন সম্পর্কে খোঁজখবর নেন। তিনা তাদের কাছে স্থানীয় আপেল শিল্পের বিকাশের কথা শোনেন এবং আধুনিক কৃষি ও গ্রামীণ পর্যটনের বিকাশকে স্বীকৃতি দেন।

এরপরে সি চিনপিং ইয়ানআন মিডল স্কুলের চাওইউয়ান  ক্যাম্পাসে যান। তিনি স্কুলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে স্কুলের শিক্ষা ইতিহাস জাদুঘরে যান। তিনি শিক্ষার্থীদের ক্যান্টিনে খাবারের দাম এবং স্বাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তিনি আবার শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে কথাবার্তা বলেন।

২৮ অক্টোবর সকালে সি চিন পিং হ্যনান প্রদেশের আনইয়াং-এর লিনচৌ শহরের হংছি ক্যানাল (লাল পতাকা খাল) মেমোরিয়াল হলে যান। তিনি ঘটনাস্থলে হংছি খালের স্লুইস গেটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

২৮ অক্টোবর বিকেলে সি চিনপিং আনইয়াং শহরের উত্তর-পশ্চিম উপশহরে হুয়ানহ্য নদীর উত্তর ও দক্ষিণ  তীরে অবস্থিত ইনসুই সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। তিনি বলেন, চীনা সভ্যতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি কখনও বাধাগ্রস্ত হয়নি। আমাদের অবশ্যই সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং চীনা হিসেবে আত্মবিশ্বাস ও গর্ব বাড়াতে হবে।

(ইয়াং/আলিম/হাইমান)