বিভিন্ন দেশে সিএমজি’র "নতুন যাত্রা, অভিন্ন লক্ষ্য" শীর্ষক প্রচারাভিযান
2022-10-30 16:40:52

অক্টোবর ৩০: গত কয়েকদিনে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), তুরস্ক, লাওস, ফিলিপিন্স, নেপালসহ বিভিন্ন এশীয় দেশে চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা প্রচারের জন্য, "নতুন যাত্রা, অভিন্ন লক্ষ্য’ শীর্ষক প্রচার কার্যক্রম পরিচালনা করে।

কার্যক্রমে অংশগ্রহণকারীরা "চীনা-শৈলীর আধুনিকীকরণ", "এক অঞ্চল এক পথ", "চীনের নতুন যাত্রা এবং বিশ্বের ভবিষ্যত" ইত্যাদি বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন।

তুরস্কের প্রবীণ রাষ্ট্রদূত হাকান ওক্কা বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনের প্রায় ১০ কোটি গ্রামীণ দরিদ্র মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। চীন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

লাওসের লুয়াং প্রাবাং-এর প্রাদেশিক কমিটির ডেপুটি সম্পাদক সুগান বেনিয়ং গত এক দশকে চীনের মহান অর্জনের উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, "এক অঞ্চল এক পথ" উদ্যোগ লাওসে ব্যাপক উন্নয়নের সুযোগ এনে দিয়েছে। চীন এবং লাওসের যৌথভাবে নির্মিত চীন-লাওস রেলপথ হল লাওসের প্রথম মানসম্পন্ন রেলপথ, যা লাও জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।

ফিলিপিন্স-ব্রিকস স্ট্র্যাটেজিক রিসার্চ থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা হারম্যান লরেল বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে অনেক বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে "দ্বিতীয় শতবর্ষী লক্ষ্য অর্জনে নতুন যাত্রা", "চীনা শৈলীর আধুনিকীকরণ", "সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর করা", "উচ্চ মানের উন্নয়ন", "সম্পূর্ণ প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র", এবং "সমস্ত মানবজাতির সাধারণ মূল্যবোধের প্রচার" ইত্যাদি রয়েছে, যা গুরুত্বপূর্ণ বিষয়ে  আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের প্রতি চীনের সাড়া। চীনের উন্নয়ন আজ বিশ্বের জন্য আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এনে দিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)