কৃষ্ণ সাগর বন্দর থেকে কৃষিপণ্য রফতানির চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে রাশিয়া
2022-10-30 18:28:55

অক্টোবর ৩০: গতকাল (শনিবার) রাশিয়া ইউক্রেনকে সামুদ্রিক শস্য করিডোরের নিরাপত্তায় অংশগ্রহণকারী রুশ জাহাজ লক্ষ্য করে হামলার জন্য অভিযুক্ত করে এবং কৃষ্ণ সাগর বন্দর থেকে কৃষিপণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেয়।

জবাবে ইউক্রেনীয় পক্ষ বলেছে, রাশিয়া "মিথ্যা ভান" করছে এবং কৃষ্ণ সাগরের শস্য করিডোর অবরোধ করার চেষ্টা করছে। এদিকে, জাতিসংঘ জানিয়েছে, সংস্থাটি রাশিয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগর ফ্লিট ও সেভাস্তোপলের কৃষ্ণ সাগর বন্দরের বেসামরিক জাহাজকে লক্ষ্য করে "সন্ত্রাসী হামলা" চালানোর জন্য ড্রোন ব্যবহার করে। (ইয়াং/আলিম/হাইমান)