চীনের জাতীয় গণকংগ্রেসের ১৩তম স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক বেইজিংয়ে সমাপ্ত
2022-10-30 18:35:51

অক্টোবর ৩০: চীনের জাতীয় গণকংগ্রেসের ১৩তম স্থায়ী কমিটির ৩৭তম অধিবেশন আজ (রোববার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে শেষ হয়।

অধিবেশনে ভোটের মাধ্যমে ‘নারীর অধিকার ও স্বার্থ সংরক্ষণের নতুন সংশোধিত আইন’, ‘হলুদ নদী সুরক্ষা আইন’ এবং নতুন সংশোধিত ‘পশুপালন আইন’ পাস হয়।

এ ছাড়া, অধিবেশনে ছেন ওয়েনছিংকে রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরিবর্তে শেন ই শিনকে নতুন রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান লি চান শু। স্থায়ী কমিটির ১৩২ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

অধিবেশনে ‘চীন ও কেনিয়ার মধ্যকার ফৌজদারি বিচারিক সহায়তা’ সংক্রান্ত চুক্তি, ‘চীন ও গণপ্রজাতন্ত্র কঙ্গোর মধ্যকার ফৌজদারি বিচারিক সহায়তা’ সংক্রান্ত চুক্তি, ‘চীন ও মরক্কোর মধ্যকার ফৌজদারি বিচারিক সহায়তা’ সংক্রান্ত চুক্তি, ‘চীন ও ইকুয়েডর প্রজাতন্ত্রের মধ্যকার ফৌজদারি বিচারিক সহায়তা’ সংক্রান্ত চুক্তি এবং ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত বেআইনী আইন দমনের কনভেনশন’ অনুমোদন করা হয়। (ইয়াং/আলিম/হাইমান)