অক্টোবর ৩০: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাবাজ শরীফ আগামী পয়লা নভেম্বর চীনে সরকারি সফরে আসছেন। আসন্ন সফরের প্রাক্কালে সম্প্রতি তিনি ইসলামাবাদে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-সহ বিভিন্ন চীনা মিডিয়ার সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, চীনের আমন্ত্রণ দু’দেশের মধ্যে গভীর বন্ধুত্বের প্রতিফলন। সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় আরও বৃদ্ধি পাবে।
পাক প্রধানমন্ত্রী বলেন, চীন পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রতিবেশী। আশা করা যায়, আসন্ন সফর দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এবং চীনের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা রাড়াতে সহায়ক প্রমাণিত হবে।
পাকিস্তানের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে দেওয়া সাহায্যের জন্য তিনি চীনকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ আছে পাকিস্তানের। ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব পাকিস্তানের জন্য কল্যাণ বয়ে এনেছে। এই প্রস্তাব এবং চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর আরও বেশি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)