রুশ শস্য ও সার বিশ্ববাজারে প্রবেশে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব: মস্কোর অভিযোগ
2022-10-29 16:39:50


অক্টোবর ২৯: রুশ শস্য ও সার বিশ্ববাজারে প্রবেশে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩ কোটি টন শস্য রফতানির পরিকল্পনা করছে রাশিয়া। শস্যের বাম্পার ফলনের কারণে তা বেড়ে ৫ কোটি টনেও পৌঁছাতে পারে। এ পর্যন্ত এশিয়া ও আফ্রিকায় ১ কোটি ৫ হাজার টন শস্য পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সামাজিক মিডিয়ায় জানায়, সেদিন পর্যন্ত ইউক্রেন মোট ৩৯৭টি জাহাজে করে প্রায় ৯০ লাখ টন শস্য কৃষ্ণ সাগর বন্দর দিয়ে বাইরে পাঠিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে প্রকাশিত পূর্ববর্তী ঘোষণা অনুসারে, চলতি বছরের জুলাইয়ের শেষ নাগাদ ব্ল্যাক সি গ্রেইন ট্রান্সপোর্ট করিডোর খোলার আগে, ইউক্রেনের প্রায় ১ কোটি ৮০  হাজার টন শস্য দক্ষিণ বন্দরগুলোতে আটকে ছিল।

 (ওয়াং হাইমান/আলিম/ছাই)