কৃষিপণ্য ও সার রফতানিসংশ্লিষ্ট রুশ-ইউক্রেন চুক্তি বাস্তবায়নের আহ্বান জাতিসংঘ সহাসচিবের
2022-10-29 16:21:13

অক্টোবর ২৯: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (শুক্রবার) মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কৃষিপণ্য ও সার রফতানিসংশ্লিষ্ট রুশ-ইউক্রেন চুক্তি সম্প্রসারণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

চুক্তির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, চুক্তির উদ্দেশ্য হলো ইউক্রেন ও রাশিয়ার কৃষিপণ্য ও সারের আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিশ্চিত করা। এটা নিশ্চিত করা গেলে বিশ্বজুড়ে খাদ্য-সংঘাত এড়ানো ও খাদ্য-নিরাপত্তা নিশ্চয়তা করা যাবে। জাতিসংঘ এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অব্যাহতভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি খাদ্যশস্য ও সার আন্তর্জাতিক বাজারে সময়মতো প্রবেশ করতে না-পারে, তাহলে রোপণ মৌসুমে কৃষকরা সময়মতো ও সাশ্রয়ী মূল্যে সার পাবেন না। সেক্ষেত্রে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্য-সংকট প্রকট আকার ধারণ করবে এবং খাদ্যের উত্পাদন ও মূল্যের ওপর বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)