সফলভাবে আরেকটি গবেষণামুলক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন
2022-10-29 16:18:19

অক্টোবর ২৯: আজ (শনিবার) সকাল ৯টা ০১ মিনিটে, চীনের চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে, লংমার্চ-২ডি পরিবাহক-রকেটের সাহায্যে, সিইয়ান-২০সি নামক একটি গবেষণামূলক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন। উপগ্রহটি যথাসময়ে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

উপগ্রহটি প্রধানত মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণের মতো নতুন প্রযুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে।

উল্লেখ্য, এটি ছিল চীনের লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের ৪৪৫তম ফ্লাইট। (ছাই/আলিম/উর্মি)