'বন্দুকের গুলি থেকে মার্কিন শিশুদের কীভাবে বাঁচানো যায়?': সিএমজি সম্পাদকীয়
2022-10-29 16:13:13

অক্টোবর ২৯: ‘বাবা-মায়েরা প্রতিদিন জেগে প্রার্থনা করেন যেন তাদের বাচ্চারা গুলিবিদ্ধ না হয়।‘ মার্কিন কংগ্রেসের একজন সদস্য সম্প্রতি এভাবেই, বন্দুক সহিংসতার প্রেক্ষাপটে গড়ে ওঠা, মার্কিনিদের মনের অবস্থা বর্ণনা করেন।

মার্কিন অলাভজনক সংস্থা ‘কে-১২ স্কুল শুটিং ডেটাবেস’ কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে: চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৬০টি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে, যা একটি নতুন রেকর্ড। গত কয়েকদিনে একাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে, সম্প্রতি মিসৌরি রাজ্যের লুইসের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজনসহ ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়।

মার্কিন বন্দুক সহিংসতা সংরক্ষণাগার ওয়েবসাইটের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, স্থানীয় সময় ২৭ অক্টোবর পর্যন্ত গোটা যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে ১৩৭৯ শিশু ও কিশোর নিহত এবং ৩৬৮৭ জন আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবিরাম বন্দুক সহিংসতায় অনেকেই বিস্মিত। তাদের বক্তব্য, মার্কিন সরকার নিয়মিতভাবে যুদ্ধক্ষেত্রে প্রতিটি মার্কিন সৈন্যের মৃত্যুর জন্য প্রতিশোধ নেয়, অথচ নিজের  শিশু-কিশোরদের নির্বিচার হত্যাকাণ্ড আমলে নেয় না!

বন্দুক সহিংসতা মোকাবিলার জন্য মানুষের সেবা করার দৃঢ় সংকল্প প্রয়োজন। তবে, মার্কিন রাজনীতিকরা কার্যকর ব্যবস্থা নেননি বা নিচ্ছেন না। যদি মার্কিন রাজনীতিতে অহংকারীদের প্রাধান্য থাকে, তাহলে মার্কিন জনগণ বন্দুক সহিংসতা থেকে বাঁচতে পারবে না এবং তাদের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)