যুক্তরাষ্ট্রের নতুন এনপিআর-এর সমালোচনা করলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-29 16:38:29


অক্টোবর ২৯: সম্প্রতি প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘পারমাণবিক অবস্থা পর্যালোচনা’ (এনপিআর) রিপোর্টের সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন রিপোর্টে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব সম্পর্কে অতিরঞ্জন করা হয়েছে। এ রিপোর্টে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অজুহাত  খোঁজার চেষ্টা করা হয়েছে।

মুখপাত্র বলেন, বিশ্ববাসী পারমাণবিক যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এড়ানোর পক্ষে। অথচ, এই রিপোর্ট এ প্রত্যাশার বিপরীত। এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের মানসিকতা ও আধিপত্যবাদী চেতনা ত্যাগ করে, যুক্তিযুক্ত ও দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রনীতি গ্রহণ করার পরামর্শ দেয় চীন।

মুখপাত্র ওয়াং আরও বলেন, সর্ববৃত্তম পারমাণবিক অস্ত্রাগারের দেশ হিসাবে, যুক্তরাষ্ট্র পারমাণবিক ও অ-পারমাণবিক কৌশলগত অস্ত্রের আক্রমণ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বলেছে। এতে বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়বে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)