চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস সম্প্রতি অনুষ্ঠিত হয়। এবারের ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ দূষণমুক্তকরণ প্রক্রিয়া আরো সামনে আগানো হবে। এ লক্ষ্য বাস্তবায়নে পরবর্তীতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব মোঃ এনামুল হক। তিনি বর্তমানে চীনের নানচিং হোহাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান কলেজে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি চিয়াংসু প্রদেশের আউটস্ট্যান্ডিং পোস্টডক্টরাল গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি উহান বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কর্মরত ছিলেন এবং চীনের জিওসায়েন্স (উহান) বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। চলুন কথা বলি ড. মোঃ এনামুল হকের সঙ্গে।