হংছি খাল পরিদর্শন করলেন সি চিন পিং
2022-10-29 19:21:07

অক্টোবর ২৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) হ্যেনান প্রদেশের আনইয়াংয়ের লিনচৌ শহরে অবস্থিত হংছি খাল পরিদর্শন করেন। হংছি খাল হলো গত শতাব্দীর ৬০’র দশকে তাইহাং পর্বতের উপরে নির্মিত একটি ‘কৃত্রিম তিয়ানহে’। খালটি একটি ‘কৃত্রিম গ্যালাক্সি’-র মতো। সি চিন পিং পরিদর্শনের সময় বলেন, পরিশ্রমের মাধ্যমে সমাজতন্ত্র গড়ে তুলতে হবে, আগের মতো নতুন যুগেও।

এদিন সি চিন পিং হংছি খাল স্লুইস গেটের অপারেশন এবং জলের টানেলের ‘যুব গর্ত’ পরিদর্শন করেন।

সে-বছর তিনশ যুবকের একটি কমান্ডো গঠন করা হয়েছিল। তাঁরা এক বছর পাঁচ মাস শক্ত পাথুরে দেওয়াল ড্রিলিংয়ের কাজ করেন। সেজন্য পানির টানেলের নাম দেওয়া হয় ‘যুব গর্ত’।

লিনচৌ ছিল ইতিহাসের একটি মারাত্মক খরাপ্রবণ অঞ্চল। স্থানীয় এক লাখ বাসিন্দা দশ বছর সময় নিয়ে ১২৫০টি পাহাড়ের চূড়া সমতল করেছেন, ২১১টি টানেল খনন করেছেন এবং ১৫২টি জলাধার নির্মাণ করেছেন। ১৯৬৯ সালে হংছি খাল নির্মাণকাজ শেষ হয়। স্থানীয় বাসিন্দারা বিশ্ববিখ্যাত অলৌকিক ঘটনা সৃষ্টি করেন।

সি চিন পিং পরিদর্শনের সময় জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আত্মনির্ভরশীলতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। (ছাই/আলিম)