শায়ানসি, হেনানে পরিদর্শনে গ্রামীণ পুনরুজ্জীবনের উপর জোর প্রেসিডেন্ট সি’র
2022-10-29 17:25:41

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গ্রামীণ পুনরুজ্জীবনের অগ্রগতির ওপর জোর দিয়েছেন এবং কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণ অর্জনের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ইয়ান আন শহর এবং মধ্যচীনের হ্য নান প্রদেশের আন ইয়াং শহরে তাঁর পরিদর্শনের সময় এই মন্তব্য করেন।

সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিসের পরিচালক তিং শুয়েশিয়াং সফরের সময় সি’র সঙ্গে ছিলেন।

বুধবার বিকেলে ট্রেন থেকে নেমে সি সরাসরি গাড়িতে করে ইয়ান আনের নানকউ গ্রামে যান।

সেখানে একটি বাগানে, সি স্থানীয় গ্রামবাসীদের সাথে গল্প করেন। তারা কীভাবে আপেল গাছ জন্মায় এবং ফল বাছাই করে, তারা কোন প্রজাতির আপেল রোপণ করেছিল, তাদের আপেল কী দামে বিক্রি হয়েছিল এবং তাদের আয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করেন প্রেসিডেন্ট। গ্রামে কীভাবে আপেল চাষ ও অন্যান্য শিল্পের বিকাশ ঘটেছে সে সম্পর্কেও তিনি খোঁজখবর নেন।

এ ছাড়াও প্রেসিডেন্ট সি দুই প্রদেশে বিভিন্ন হাইস্কুল, জলসেচ প্রকল্প, জাদুঘরসহ বিভিন্ন স্থান পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দারের সঙ্গে মতবিনিময় করেন।

উত্তর শানসিতে পরিবর্তন চীনের পরিবর্তনকে প্রতিফলিত করে বলে পরিদর্শনকালে মন্তব্য করেন প্রেসিডেন্ট সি। দেশ পরিচালনায়, সিপিসিকে অবশ্যই জনগণের জন্য কিছু করতে হবে এবং জনগণের জন্য ভালো কিছু করতে হবে বলে জোর দেন চীনের প্রেসিডেন্ট।

সূত্র: মাহম্মদ হাশিম, চায়না মিডিয়া গ্রুপ