চীনে গ্রীষ্মকালীন খাদ্য উত্পাদিত হয়েছে ১৪৭৪০ কোটি কেজি
2022-10-29 19:10:19

অক্টোবর ২৯: চলতি বছর চীনে গ্রীষ্মকালীন খাদ্য উত্পাদিত হয়েছে প্রায় ১৪,৭৪০ কোটি কেজি, যা গত বছরের চেয়ে ১৪৩ কোটি ৫০ লাখ কেজি বেশি। সম্প্রতি চীনের কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

প্রকাশিত তথ্যানুসারে, চলতি বছর দেশের উত্তর-পূর্বাঞ্চল, হলুদ নদী, হুয়াইহে নদী ও হাইহে নদীর অববাহিকা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে শরতের শস্যের বাম্পার ফলন হয়। তবে, দক্ষিণ চীনে উচ্চ তাপমাত্রা ও খরার প্রভাবে শস্যের উত্পাদন কমেছে।

মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত শরতের প্রায় ৯০ শতাংশ শস্য সংগ্রহ করা হয়েছে।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)