এক-চীন নীতি হলো আন্তর্জাতিক সমাজের সাধারণ মতৈক্য
2022-10-28 18:54:09

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান একটি ভুল সিদ্ধান্ত; যা চীন-মার্কিন সম্পর্কের ক্ষতি করবে। এ বিষয়ে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমারা প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যের প্রশংসা করি। জোর দিয়ে বলতে চাই যে, ‘এক-চীন নীতি’ হলো আন্তর্জাতিক সমাজের সাধারণ মতৈক্য, এবং বিশ্ব-স্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)