একচীন নীতিতে অটল সৌদি আরব
2022-10-28 10:51:43

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান চীন-সৌদি উচ্চ-স্তরের যৌথ কমিটির রাজনৈতিক ও কূটনৈতিক উপ-কমিটির চতুর্থ অধিবেশন যৌথ সভাপতিত্ব করেন।

 

ওয়াং ই সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরে বলেন, এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হলো সি চিন পিংকে কেন্দ্র করে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন।

 

তিনি বলেন, চীন সৌদি আরবের সঙ্গে সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং দেশটিকে চীনের কূটনীতিতে বিশেষ করে মধ্য-প্রাচ্য অঞ্চলে কূটনৈতিক অগ্রাধিকার দেয়।

 

তিনি বলেন, সৌদি আরবের একচীন নীতিতে অবিচল থাকা এবং চীনের উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগকে সমর্থন দেয়ার প্রশংসা করে চীন। সৌদি আরবের সঙ্গে মধ্য-প্রাচ্যের নানা সমস্যা সমাধানে যোগাযোগ ও সমন্বয় জোরদfর করে যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং সৌদি আরবের সঙ্গে জাতিসংঘ, ব্রিকস, শাংহাই সহযোগিতা সংস্থা ও জি-১০-সহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মে  যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক চীন।

 

পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, সৌদি আরব সব সময় চীনের সঙ্গে সম্পর্ককে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের চেয়ে অগ্রাধিকার দেয় এবং একচীন নীতি অনুসরণ করে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার দৃঢ় বিরোধিতা এবং মানবাধিকার নিয়ে অপরাজনীতির বিরোধিতা করে রিয়াদ।

(প্রেমা/এনাম/রুবি)