পুতিন চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করায় চীন এর প্রশংসা করে
2022-10-28 19:05:01

অক্টোবর ২৮: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করায় চীন এর প্রশংসা করেছে।

আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন একথা বলেছেন।

তিনি বলেন, চীন প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যের প্রশংসা করেছেন। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সম্পর্কের সুষ্ঠু ও সমৃদ্ধ উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। পরস্পরের বৃহত্তম প্রতিবেশী দেশ ও নতুন যুগের সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও রাশিয়ার সম্পর্ক সবসময় জোটনিরপেক্ষ, বৈরিতামুক্ত এবং তৃতীয় পক্ষের বিরোধী নয় এমন নীতিতে স্থাপিত হয়েছে। এর উদ্দেশ্য হল দু’দেশের সম্পর্ক উন্নত করা এবং দু’দেশের জনগণের কল্যাণ সৃষ্টি করা।

ওয়াং ওয়েন বিন আরো বলেন, চীন রাশিয়ার সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে, পরস্পরের অংশীদার হতে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে নিজের অবদান রাখতে চায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)