ইউরোপের জ্বালানি সংকট মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই
2022-10-28 10:18:10

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) এথেন্স সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং গ্রিস প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক বৈঠকে মিলিত হয়েছেন। 

 

দু’নেতা মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের ঐক্যবদ্ধ সহযোগিতা হবে চলমান জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র পদ্ধতি।

 

বৈঠকের পর আয়োজিত যৌথ প্রেস ব্রিফিংয়ে চ্যান্সেলর স্কোলজ বলেন, কেবল ঐক্যবদ্ধ থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এ ব্যাপারে ইইউ’র মধ্যে ব্যাপক মতৈক্যে তৈরি হয়েছে। নতুন প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ও স্টেশন নির্মাণে গ্রিস প্রচেষ্টা চালাবে বলে আশা করেন তিনি।

 

তিনি বলেন, পাশাপাশি, উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় এলাকায় তরল প্রাকৃতিক গ্যাস বন্দর নির্মাণ করবে জার্মানি।  আগামি দুই বছরের মধ্যে কয়লা বিদ্যুৎ কারখানা চালু করবে, যাতে ইউরোপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।

 

তিনি আরও বলেন, ইইউ’র বিভিন্ন দেশের জ্বালানিমন্ত্রীরা প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ন্ত্রণ পদ্ধতি খুঁজে বের করবেন বলে বিশ্বাস করেন তিনি, পুনর্ব্যবহৃত জ্বালানি সম্পদের সম্প্রসারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণের প্রস্তাব করেন তিনি।(সুবর্ণা/এনাম/রুবি)