চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক শক্তি যোগাবে: চীনা মুখপাত্র
2022-10-28 19:23:28

অক্টোবর ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক শক্তি যোগাবে, মানবসভ্যতা এগিয়ে নেবে এবং মানবজাতির অব্যাহত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


তিনি বলেন, কিছু দেশ যুদ্ধ, উপনিবেশ স্থাপন ইত্যাদি নানাভাবে আধুনিক হয়েছে। এ পুরানো পথে চীন চলবে না। শান্তি ও উন্নয়নের পথে চীন অবিচল থাকবে, দৃঢ়ভাবে ইতিহাসের সঠিক পথে দাঁড়াবে চীন।


তিনি বলেন, বিশ্বের শান্তি ও উন্নয়ন দৃঢ়ভাবে রক্ষার মাধ্যমে চীন নিজস্ব উন্নয়ন বাস্তবায়ন করার চেষ্টা করছে। পাশাপাশি চীন নিজস্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষা করছে।


তিনি আরো বলেন, ‘আমরা সিপিসি’র নেতৃত্বে অবিচল থাকব, দৃঢ়ভাবে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে এগিয়ে যাব, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন ও চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য চেষ্টা করব।”  

(আকাশ/তৌহিদ/ফেইফেই)