অক্টোবর ২৮: সূচিকর্মী হুয়াং মেই চাও ১৯৯৮ সালে হংকংয়ে সূচিকর্ম শিখতে যান। তার স্বামীর পরিবারের তিন প্রজন্ম চীনের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে আসছে। তিনি ও তার স্বামী এ পোশাকের ব্যাপক সম্ভাবনা দেখছেন এবং মূল-ভূভাগের বিশাল বাজার ধরার প্রত্যাশা করেন। তাই ২০০৬ সালে তিনি কুয়াং তোং প্রদেশের ফোং শানে সূচিশিল্প কারখানা গড়ে তোলেন।
বর্তমানে তাদের তৈরি চীনের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক অনেক স্থানে জনপ্রিয় হয়ে উঠেছে।
(রুবি/এনাম)