নতুন মন্ত্রিসভার অনুমোদন দিল ইরাকি সংসদ
2022-10-28 10:17:35

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) ইরাকের জাতীয় সংসদে ২১ জন মন্ত্রী নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভা অনুমোদন লাভ করেছে।

 

এর পরই প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানিসহ মন্ত্রিসভার সকল সদস্য শপথগ্রহণ করেছেন।

 

এদিন ইরাকি জাতীয় সংসদের ২৫৩ জন সদস্য মন্ত্রিসভার অনুমোদনে ভোটদান করেছেন। তবে, প্রস্তাবিত পরিবেশমন্ত্রী ও গৃহায়নমন্ত্রী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকার কারণে তাদের নাম সংসদে পেশ করেননি প্রধানমন্ত্রী।

 

সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সুদানি তাঁর সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। তাতে দুর্নীতি দমন, বেকারত্ব মোকাবিলা এবং জনসাধারণের পরিষেবার মান উন্নত করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।

 

উল্লেখ্য, ১৯৭০ সালে বাগদাদে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ শিয়া আল সুদানি। আগে তিনি ইরাকের শ্রম ও সামাজিক-বিষয়ক মন্ত্রী ছিলেন। (সুবর্ণা/এনাম/রুবি)