চীনের ২০২১ সালের উদ্ভাবনী সূচক আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে: জাতীয় পরিসংখ্যান ব্যুরো
2022-10-28 17:20:13

অক্টোবর ২৮: সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরো চীনের উদ্ভাবনী সূচক ২০২১-এর ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যায় যে, ২০২১ সালের উদ্ভাবনী সূচক আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে হয়েছে ২৬৪.৬।

চীনের উদ্ভাবনী সূচকের উন্নয়ন প্রবণতা থেকে বোঝা যায়, ২০২১ সালে চীনের উদ্ভাবন উন্নয়ন একটি ইতিবাচক অবস্থায় রয়েছে, উদ্ভাবনের পরিবেশ স্পষ্টভাবে উন্নত হয়েছে, উদ্ভাবনী বিনিয়োগ স্থিতিশীলভাবে বেড়েছে, যা উচ্চ-মানের উন্নয়নে শক্তিশালী সমর্থন দিয়েছে।

২০২১ সালের উদ্ভাবনী সূচকের ফলাফল থেকে বোঝা যায় যে, জটিল বৈশ্বিক পরিস্থিতির সামনে চীন অব্যাহতভাবে উদ্ভাবনমূলক উন্নয়নকে প্রথম শক্তি হিসেবে গুরুত্ব দিয়েছে।  জোরালোভাবে উদ্ভাবনী পরিবেশ উন্নত করেছে, উদ্ভাবনীমূলক উন্নয়নের পর্যায় দ্রুত উন্নত করেছে, যা অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে গুরুত্বপূর্ণ শক্তি যুগিয়েছে। পরবর্তী পর্যায়ে চীন আরও গভীরভাবে উদ্ভাবনী উন্নয়ন বাড়াবে, উচ্চ-মানের প্রযুক্তিগত স্বাধীনতা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)