চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু: ভ্লাদিমির পুতিন
2022-10-28 19:05:31

অক্টোবর ২৮: রাশিয়া চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করে,  রাশিয়া চীনের সংস্কৃতি ও ঐতিহ্যকে খুব সম্মান করে।

গতকাল (বৃহস্পতিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে আয়োজিত রাশিয়ার থিংকট্যাংক ‘ভ্লাডেই’ আন্তর্জাতিক বিতর্ক ক্লাবের বার্ষিক সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রুশ-চীন সম্পর্ক উন্মুক্ত, পারস্পরিক আস্থা এবং উন্নয়নের অভূতপূর্ব পর্যায়ে উন্নীত হয়েছে। সব ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্জিত সাফল্যের প্রশংসা করে পুতিন বলেন, চীনের উন্নয়নের অভিজ্ঞতা রাশিয়ার জন্য শিক্ষণীয়।

পুতিন জোর দিয়ে বলেন, চীন হল রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। তিনি বিশ্বাস করেন, দু’দেশের বাণিজ্যের পরিমাণ দ্রুত নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবে বলে আশা করা যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)