চীন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ অনুষ্ঠিত
2022-10-28 10:50:48

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপ করেছেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের পর প্রথম সাধারণ সম্পাদক সি চিন পিং’কে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তা চীন-রাশিয়া উচ্চ মানের পারস্পরিক আস্থা ও দৃঢ় সম্পর্কের প্রতিফলন। রাশিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ গভীরতর করতে, চীন-রাশিয়া সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও উঁচু মানে এগিয়ে নিতে চায় চীন।

 

পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ২০তম জাতীয় কংগ্রেস বিশ্ব পর্যায়ের বড় বিষয়, যা নিশ্চয়ই চীনকে সুষ্ঠুভাবে জাতীয় পুনরুত্থানের লক্ষ্য বাস্তবায়নে নির্দেশনা দেবে। রাশিয়া চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ জোরদার করে, বহুপাক্ষিক সহযোগিতা গভীরতর এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে ইচ্ছুক।

 

(প্রেমা/এনাম/রুবি)