‘নতুন যাত্রার চীন ও বিশ্ব’ সেমিনার মস্কোতে অনুষ্ঠিত
2022-10-28 19:06:31

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও ইউরোপ স্টেশনের উদ্যোগে আয়োজিত ‘নতুন যাত্রার চীন ও বিশ্ব’ শীর্ষক বিশেষ সেমিনার রাশিয়ার মস্কোর গ্রিনউড আন্তর্জাতিক বাণিজ্যমেলা কেন্দ্রে আয়োজিত হয়েছে। রাশিয়ার বেশ কিছু রাজনীতিক, আর্থ-বাণিজ্যিক এবং সংস্কৃতি সংস্থার দায়িত্বশীল ব্যক্তি এতে অংশ নিয়েছেন। তাঁরা মনে করেন যে, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস হল নতুন যুগে আয়োজিত বিশ্বব্যাপী প্রভাবশালী ও তাত্পর্যপূর্ণ সম্মেলন।

রাশিয়ায় নিযুক্ত চীনের মিনিস্টার কাউন্সিলার লিউ ছিং হুয়া ভাষণে বলেন, পরবর্তীতে চীন ও রাশিয়া অব্যাহতভাবে দু’দেশের শীর্ষনেতার পৌঁছানো সমঝোতা বাস্তবায়ন করবে, রাজনীতি, আর্থ-বাণিজ্যিক ও মানব সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে, হাতে হাত রেখে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলায় অবদান রাখবে।

রাশিয়ার বিভিন্ন টেলিভিশন এবং প্রধান তথ্য মাধ্যমগুলো এই সেমিনার সরাসরি প্রচার করেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)