সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উষ্ণ অভিনন্দন
2022-10-28 19:13:36


অক্টোবর ২৮: সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতা।


ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফ্রার্ডিন্যান্ড মার্কোস সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, গত দশ বছরে, সি পিন পিংয়ের নেতৃত্বে চীন সার্বিকভাবে সাফল্য অর্জন করেছে। তিনি চীনের নেতৃবৃন্দের সঙ্গে একযোগে দু’দেশের সম্পর্ক জোরদার করতে চান এবং দু’দেশের উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রাখতে ইচ্ছুক। 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সি চিন পিংয়ের সঙ্গে একযোগে দু’দেশের সম্পর্ক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগানোর জন্য কাজ করতে আগ্রহী। 

ইতালির প্রেসিডেন্ট সারগেও মাত্তারেল্লা জানান, বর্তমান বিশ্ব কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে। সবার উচিত শান্তি ও উন্নয়নের দায়িত্ব গ্রহণ করা এবং এজন্য চেষ্টা করা। 

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জানান, সি চিন পিং পুনরায়  সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এতে সি চিন পিংয়ের প্রতি গোটা দল ও গোটা দেশের জনগণের আস্থা প্রতিফলিত হয়েছে। সিপিসি’র অর্জিত সফলতা ও গণজীবন উন্নয়নে সিপিসি’র অবদানের জন্য তিনি প্রশংসা জানান। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)