যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের মানসিকতা ও আধিপত্যবাদী চিন্তাচেতনা ত্যাগ করার তাগিদ দেয় চীন
2022-10-28 20:09:45

অক্টোবর ২৮: সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২২ পরমাণু বিষয়ক পর্যালোচনা প্রতিবেদন (এনপিআর) প্রকাশ করেছে। জবাবে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবেদনে যুক্তরাষ্ট্র চীনের স্বাভাবিক পরমাণু শক্তির আধুনিকায়নের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং মিথ্যা কথা বলা হয়েছে। একই সঙ্গে চীনের বিরুদ্ধে বিশেষ পারমাণবিক কৌশল নির্ধারণ করেছে দেশটি। এতে চীন গুরুতর উদ্বিগ্ন হয়েছে এবং এর দৃঢ় বিরোধিতা করে। চীনের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার ক্ষমতা ও আস্থা আছে, মার্কিন হুমকি কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের মানসিকতা এবং আধিপত্যবাদী চিন্তাচেতনা ত্যাগ করার তাগিদ দেয় চীন। তা ছাড়া, যুক্তরাষ্ট্রের উচিত একটি যৌক্তিক ও দায়িত্বশীল পরমাণু নীতি গ্রহণ করা, পরমাণু নিরস্ত্রীকরণের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করা এবং বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা ও বিশ্ব শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে যথাযথ ভূমিকা পালন করা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)