নতুন মেয়াদের সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যের প্রথম পরিদর্শন অনুষ্ঠিত
2022-10-28 19:04:33

অক্টোবর ২৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যের নিয়ে শায়ানসি প্রদেশের ইয়ান আন শহরের  বিপ্লবের স্মৃতিবহুল স্থান পরিদর্শন করেছেন।

ইয়ান আন হল চীনে বিপ্লবের পবিত্র জায়গা, নয়া চীনের সূতিকাগার।

সি চিন পিং ইয়ান আনে পৌঁছার পর প্রথমে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুরোনো স্থান-ইয়াং চিয়া লিং বিপ্লবের পুরানো স্থান পরিদর্শন করেছেন। ১৯৩৫ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত মাও সে তুংসহ প্রবীণ বিপ্লবীরা ইয়ান আনে ১৩ বছর অবস্থান করেছিলেন। এর মধ্যে ৯ বছরই ইয়াং চিয়া লিংতে ছিলেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেশ কয়েকবার এখানে এসেছেন। তিনি বলেন, ইয়ান আনে আসলে স্থানটি পরিদর্শন করতে চান। যা ইয়ান আন সময়ে সিপিসি চীনের বিপ্লবকে নেতৃত্ব দেয়ার সাক্ষী। যা একটি বইয়ের মতো, প্রত্যেক বার আসলে নতুন শক্তি অর্জন করা যায়।

পরে সি চিন পিং ইয়ান আন বিপ্লব স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ইয়ান আন চীনের কমিউনিস্ট পার্টির উন্নয়নের চেতনা লালন করে, চীনের বিপ্লবের জয় সমর্থন করে। চীনের বিপ্লব বিরাট অবদান রেখেছে। আমাদের সবসময় তা মনে রাখতে হবে।

এবারের পরিদর্শনে সি চিন পিং জোর দিয়ে বলেন, ইয়ান আন চেতনা হল সিপিসি’র শ্রেষ্ঠ ঐতিহ্যের প্রতিফলন। এর প্রধান বিষয় হলো সঠিক রাজনৈতিক পথে অবিচল থাকা, চিন্তাধারা মুক্ত করা এবং বাস্তবভিত্তিক চিন্তা করা। জনগণের সর্বাত্মক সেবা করা এবং স্বনির্ভর হওয়া।

 এই পরিদর্শনে সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি’র সব সদস্যের উচিত জনগণ-কেন্দ্রিক চিন্তাধারা বিভিন্ন কাজে লাগানো, কার্যকরভাবে অভিন্ন ধনী হওয়া জোরদার করা, যাতে আধুনিকায়নের সুফল আরো বেশি জনগণের কাছে পৌঁছানো যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)