পৃথিবীর সুরক্ষা হচ্ছে আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব: চীনা মুখপাত্র
2022-10-28 19:19:37


অক্টোবর ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, আমাদের বাসস্থান পৃথিবীর সুরক্ষা হচ্ছে আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব, যাতে বিভিন্ন পক্ষের সমন্বয় প্রয়োজন।


তিনি জানান, জলবায়ু পরিবর্তন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। তাদের এ খাতের উদ্বেগের প্রতি চীন অনেক গুরুত্ব দেয় এবং সবসময় তাদেরকে সহযোগিতা করছে। 


তিনি জোর দিয়ে বলেন, উন্নত দেশগুলোকে সংশ্লিষ্ট ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করতে হবে। তাদের উচিত প্রতিশ্রুতি পূরণ করা এবং উন্নয়নশীল দেশের জন্য অর্থ, প্রযুক্তি ও ক্ষমতার বিষয়ে সমর্থন দেওয়া। পাশাপাশি তাদেরকে প্রচুর পরিমাণে কার্বণ নিঃসরণ বন্ধ করতে হবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)