চীনে নিযুক্ত আসিয়ানের কূটনীতিকদের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-10-27 11:29:48

অক্টোবর ২৭: বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে চীনে নিযুক্ত আসিয়ান দেশসমূহের কূটনীতিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী সিপিসি’র গুরুত্বপূর্ণ ২০তম জাতীয় কংগ্রেসের নবযুগের সূচনাকারী তাৎপর্য ও সাফল্য তুলে ধরেন।

 

তিনি বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিং’র নেতৃত্বে এবং নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক মতাদর্শের সঠিক নির্দেশনায় আমাদের সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসে পাকাপোক্ত করা উন্নয়ন কৌশল ও লক্ষ্যবস্তু বাস্তবায়িত হবে।

 

তিনি আরও বলেন, চীনা আধুনিকায়ন বিশ্বের বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ ও কল্যাণ ডেকে আনবে। চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে আধুনিকায়নের দিকে যেতে ইচ্ছুক।

 

(প্রেমা/এনাম/রুবি)