চলতি বছর চীন ও ইউরোপে ১৪ হাজার মালবাহী ট্রেন যাতায়াত করেছে
2022-10-27 18:46:48

অক্টোবর ২৭: চলতি বছর চীন ও ইউরোপে ১৪ হাজার মালবাহী ট্রেন যাতায়াত করেছে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণে অনেক সাফল্য দেখা গেছে। এ বছর দুই অঞ্চলে ১৪ হাজার মালবাহী ট্রেন যাতায়াত করেছে। চীন ও লাওস ট্রেন চালু হওয়ার দশ মাসে মোট ৮৫.১ লাখ টন সামগ্রী পরিবহন করা হয়েছে, চীনের হাইনান অবাধ বাণিজ্য বন্দরে আফ্রিকাগামী প্রথম সমুদ্র কন্টেইনার রুট চালু হয়েছে। যা চীনের উচ্চ মানের উন্মুক্তকরণের ফলাফল।

মুখপাত্র বলেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদনে বলা হয়, যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথের’ উচ্চ মানের উন্নয়ন জোরদার করা হবে। চীন সব অংশীদারদের সঙ্গে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)