পাক প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে চীন-পাক অর্থনৈতিক করিডোরের কাজ নতুন পর্যায়ে উন্নীত হবে
2022-10-27 18:46:07

অক্টোবর ২৭: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ ১ নভেম্বর চীন সফর করবেন। এ বিষয়ে পাকিস্তানের পরিকল্পনা উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল মঙ্গলবার চীনা তথ্য মাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পাকিস্তান ও চীনের দীর্ঘস্থায়ী ভ্রাতৃপ্রতীম মৈত্রী আছে। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শাহবাজের সফরের মাধ্যমে চীন-পাক অর্থনৈতিক করিডোরের কাজ নতুন পর্যায়ে উন্নীত হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও চীনের গভীর উপলব্ধি আছে। তিনি আশা করেন, এবার সফরে দু’দেশ আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করবে, বিশ্ব উন্নয়ন উদ্যোগকে কেন্দ্র করে পাকিস্তানের টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করবে।

তিনি বলেন, পাকিস্তান চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চায়, যাতে পাকিস্তানে উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

ইকবাল আরো বলেন, পাকিস্তান চীনা প্রতিষ্ঠানকে সুযোগ দিতে চায়। চীনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দু’দেশের প্রতিষ্ঠানের বাণিজ্যিক সহযোগিতা আরো বাড়ানো হবে। পাকিস্তান আশা করে, সহযোগিতার মাধ্যমে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের সুন্দর আকাঙ্ক্ষা পূরণ হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)