সিনেটের ভোটে জয় পেয়েছে ইতালির নতুন সরকার
2022-10-27 10:44:36

অক্টোবর ২৭: গতকাল (বুধবার) রাতে দেশের সিনেটের আস্থা ভোটে জয় পেয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন নতুন সরকার।

 

এদিন সিনেটে নতুন সরকারের পক্ষে পড়েছে ১১৫ ভোট, আর বিপক্ষে পড়েছে ৭৯ ভোট।

 

সিনেটে ভোটদানের আগে জ্বালানি সম্পদের দাম নিয়ন্ত্রণ এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে উত্সাহব্যঞ্জক ব্যবস্থাসহ নতুন সরকারের নীতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরেছেন জর্জিয়া মেলোনি।

 

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ইতালির প্রেসিডেন্ট  সার্জিও ম্যাটারেলা জর্জিয়া মেলোনিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আর ২২ অক্টোবর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথগ্রহণ করেছেন মেলোনি। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। (সুবর্ণা/এনাম/রুবি)