যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সি চিন পিং-এর অভিনন্দন
2022-10-27 16:41:49

অক্টোবর ২৭: গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটির বার্ষিক পুরস্কার প্রদানের সান্ধ্যসভায় অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটির বোর্ডের ভাইস চেয়ারম্যান, গ্রুপের চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের পুরস্কার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং কমিটি ও কমিটির সদস্যের দীর্ঘ সময় ধরে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বিনিময় ও সহযোগিতায় অবদান রাখার জন্য প্রশংসা করেছেন।

সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব অশান্ত হয়ে উঠেছে। বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা বিশ্বের স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক, যা বিশ্বের শান্তি ও উন্নয়নে ভূমিকা রাখবে। চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থান নতুন যুগের দাবি।

সি চিন পিং আশা করেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটি এবং চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া বিভিন্ন মহলের বন্ধুরা সক্রিয় ভূমিকা পালন করবে এবং দু’দেশের সম্পর্ক পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাহায্য করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)