বছরের প্রথম তিন কোয়ার্টারে চীনে ১০.০১ মিলিয়ন নতুন শহুরে কর্মসংস্থান তৈরি হয়েছে
2022-10-27 17:34:24

অক্টোবর ২৭: চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা বিভাগ আজ (বৃহস্পতিবার) চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা কাজের অগ্রগতি প্রকাশ করেছে। পরিসংখ্যান দেখা যায়, এই বছরের প্রথম তিন কোয়ার্টারে কর্মসংস্থান পরিস্থিতি সাধারণত স্থিতিশীল ছিল। এসময় শহর ও গ্রামাঞ্চলে এক কোটি ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।

শিল্প-প্রতিষ্ঠানগুলির সমস্যা সমাধানে এবং চাকরি স্থিতিশীল ও প্রসারিত করতে সহায়তা করা হয়েছে। এজন্য মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা বিভাগ বেকারত্ব বীমা, স্থিতিশীলভাবে চাকরিতে প্রত্যাবর্তন এবং চাকরি বজায় রাখার ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে। সেই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও নাজুক গোষ্ঠীর সহায়ক কর্মসংস্থানের বিষয়টি অব্যাহতভাবে চলেছে।

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পেনশন, বেকারত্ব ও কাজে আঘাত বীমায় সামাজিক বীমা তহবিলের সঞ্চয়ের পরিমাণ ছিল ৭.২৪ ট্রিলিয়ন ইউয়ান এবং তহবিলের কার্যক্রম স্থিতিশীল ছিল।

 

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)