সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উষ্ণ অভিনন্দন
2022-10-27 19:40:47


অক্টোবর ২৭: সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতা।


কম্বোডিয়ার রাজা নরোদম শিহামোনি সি চিন পিংকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানান। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে, সিপিসি ও চীনা জনগণ সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণের কাজ আরো এগিয়ে নিতে পারবে বলে আশা করেন তিনি।


কুয়েতের আমির নওয়াফ আল সাবাহ জানান, সি চিন পিংয়ের নেতৃত্বে, বিভিন্ন খাতে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে। তিনি দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে অনেক গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করেন, দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক আরও উন্নত হবে।


নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি জানান, তিনি বিশ্বাস করেন, সি পিন পিংয়ের নেতৃত্বে শক্তিশালী আধুনিক দেশ গঠনের অগ্রযাত্রায় চীন আরো দ্রুত এগিয়ে যাবে। তিনি নেপাল-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো উচ্চ পর্যায়ে উন্নীত করার আশা করেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)