সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের পর প্রথম আফ্রিকান দেশের শীর্ষনেতাদের মধ্যে চীন সফর করেছেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট
2022-10-27 19:01:05

অক্টোবর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হুলুসি হাসান হবেন সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের পর চীনে সফর করার আফ্রিকান দেশের প্রথম শীর্ষনেতা।

মুখপাত্র বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্ট হাসানের জন্য অভ্যর্থনা অনুষ্ঠান ও সংবর্ধনা ভোজ আয়োজন করবেন। দু’নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে। আশা করা যায়, এ সফর চীন-তাঞ্জানিয়া সম্পর্কের সার্বিক ও গভীর উন্নয়নে নতুন শক্তি যোগাবে এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও এগিয়ে নেবে।

মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলিতে চীন ও তাঞ্জানিয়ার পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হয়েছে এবং দু’দেশের কার্যকর সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তা ছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে ভালো সহযোগিতা বজায় রয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)