বিশ্ব ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতি চীনের অবদানের ইতিবাচক মূল্যায়ন করেছে আসিয়ান
2022-10-27 19:41:40


অক্টোবর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীনে নিযুক্ত আসিয়ান দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বিশ্ব ও অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতি চীনের অবদানের ইতিবাচক মূল্যায়ন করেছেন।


মাদাম মাও নিং জানান, গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে চীনে নিযুক্ত আসিয়ান দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে সাক্ষাত করেছেন। এতে আসিয়ানের প্রতি চীনের গুরুত্ব ফুটে উঠেছে। 


তিনি আরো বলেন, এ সময় চীনে নিযুক্ত আসিয়ান দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের সফল আয়োজনের জন্য উষ্ণ অভিনন্দন জানান। চীনের উন্মুক্তকরণ ও উন্নয়নের পথে অবিচল থাকার উচ্চ প্রশংসা করেন তারা। বিশ্ব ও অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতি চীনের অবদানের ইতিবাচক মূল্যায়নও করেন তারা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)