চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর বিদেশ গমনের ৭২তম বার্ষিকী পালিত
2022-10-27 10:07:02

অক্টোবর ২৭: গত ২৫ অক্টোবর ছিল মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা করতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর বিদেশে যাওয়ার ৭২তম বার্ষিকী। এদিন চীন ও উত্তর কোরিয়া পিয়ংইয়ংয়ে এক স্মরণ অনুষ্ঠান আয়োজন করে।

 

উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের অস্থায়ী রাষ্ট্রদূত সুন হং লিয়াং, উত্তর কোরিয়ায় প্রবাসী চীনা, চীনা কোম্পানি এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান কাং ইউন-সিউকসহ অনেক প্রতিনিধি এবং পিয়ংইয়ং-এর নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

 

সকাল ১০টায় চীন ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা মৈত্রী টাওয়ারে পুষ্পস্তবক অর্পণ এবং নীরব থেকে শোক প্রকাশ করেছেন।

 

চীন-উত্তর কোরিয়া মৈত্রী টাওয়ার নির্মিত হয় ১৯৫৯ সালে। ১০২৫টি গ্রানাইট এবং মার্বেল দিয়ে নির্মিত হয় এ টাওয়ার । ১০২৫ সংখ্যাটি ১৯৫০ সালের ২৫ অক্টোবর মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য করার যুদ্ধে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর দেশ ছেড়ে যাওয়াকে প্রতিনিধিত্ব করে। (শিশির/এনাম/রুবি)