চীনে ৭.৫ কোটি হেক্টর জমিতে শরৎকালীন ফসল চাষ
2022-10-26 10:59:16

অক্টোবর ২৬: চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে মোট ১১৩.৫ কোটি মু (প্রায় ৭.৫কোটি হেক্টর) জমিতে শরৎকালীন খাদ্যের চাষ করা হয়েছে।

 

শরৎকালীন ফসলের ৮৬.৯ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তা গত বছরের একই সময়ের তুলনায় ২.২ শতাংশ দ্রুত সম্পন্ন হয়েছে।

 

চীনের হেই লং চিয়াং প্রদেশে শরৎকালীন ফসল কাটা শেষ হয়েছে। চলতি বছর এ প্রদেশে সয়াবিন চাষের জমির আয়তন ৬.৭ লাখ হেক্টর বেড়েছে এবং খাদ্য উত্পাদন পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। (শিশির/এনাম/রুবি)