‘চায়না ডকিউমেন্টারি ফেস্টিভাল আফ্রিকা স্টপ’ চালু
2022-10-26 22:11:33

অক্টোবর ২৬: বুধবার ‘চায়না ডকিউমেন্টারি ফেস্টিভাল আফ্রিকা স্টপ’ শুরু হয়েছে। আফ্রিকার প্রধান তথ্য মাধ্যম মঞ্চ ও বিদেশি সংস্থার মাধ্যমে ‘ডিকোডিং টেন ইয়ার্স’সহ নতুন যাত্রায় চীনের উন্নয়ন-বিষয়ক বিভিন্ন ভাষার ডকিউমেন্টারি আফ্রিকার দর্শকের কাছে হাজির হয়েছে।

এই প্রামাণ্যচিত্র উৎসব চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। চার মাসে ৪০টিরও বেশি দেশের ৭০টিরও বেশি তথ্য মাধ্যম এবং বিদেশি সংস্থা এতে অংশ নিয়েছে। আফ্রিকা স্টপ হল এই ফেস্টিভালের আওতায় আয়োজিত প্রথম আঞ্চলিক প্রচার অনুষ্ঠান। বিস্তারিত গল্পের মাধ্যমে সার্বিক নতুন যাত্রায় চীনের ভাবমূর্তি তুলে ধরা হয়েছে। ফেস্টিভালের আফ্রিকা স্টপ চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন উপলব্ধি করার ক্ষেত্রে আফ্রিকার জনগণের জন্য একটি জানালা খুলে দিয়েছে, যা চীন ও আফ্রিকার দেশগুলোর আরো ব্যাপক বোঝাপড়া ও সহযোগিতার দৃঢ় মঞ্চ হয়ে উঠেছে।

 

বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, তথ্য মাধ্যমের প্রধান ও কূটনীতিকরা এই সুযোগে চীন-আফ্রিকা মৈত্রী এবং এই কার্যক্রমের প্রতি তাঁদের শুভকামনা জানিয়েছেন। বৈশ্বিক উন্নয়নে চীনের সৃষ্টির প্রশংসা করেছেন।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং তাঁর ভাষণে বলেছেন, ভিডিও যেন ড্যান্ডেলায়নের মতো, বিনিময়ের বাতাসে সহযোগিতার বীজ ছড়িয়ে দেয়। গত জুন মাসে সিএমজি ‘চায়না ডকিউমেন্টারি ফেস্টিভাল’ কার্যক্রম শুরু করে, সারা বিশ্বের দর্শকের কাছে নতুন যুগের চীনকে তুলে ধরে। এবারের আফ্রিকা স্টপ হল এই ফেস্টিভালের প্রথম আঞ্চলিক প্রচার অনুষ্ঠান। যা চীন ও আফ্রিকার তথ্য মাধ্যমের সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের সুফল। বর্তমানের জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে সিএমজি সবসময় দায়িত্বশীল মিডিয়া সংস্থা হিসেবে সংস্কৃতির মাধ্যমে উপলব্ধি বৃদ্ধি করছে ও মতভেদ দূর করছে।

(শুয়েই/তৌহিদ)