চীন যুক্তরাষ্ট্র ও ব্রিট্রেনের জন্য চ্যালেঞ্জ ও হুমকি নয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-26 18:13:20

অক্টোবর ২৬: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফোনালাপে তাঁরা বলেছেন যে, ‘যৌথভাবে চীনের চ্যালেঞ্জ প্রতিরোধ করবে।’ এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন হল বিভিন্ন দেশের উন্নয়নের অংশীদার, এবং চীন শুধু সুযোগ দেয়, কোন দেশের জন্য চ্যালেঞ্জ বা হুমকি সৃষ্টি করে না।

মুখপাত্র যুক্তরাষ্ট্রকে জিরো-সাম গেমের চিন্তাভাবনা বাদ দেওয়ার তাগিদ দেন। পুরানো ‘চীন হুমকির’ ধারণা বাদ দিয়ে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং জয়-জয় সহযোগিতার একটি নতুন ধারণা প্রতিষ্ঠা করা এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আরও কার্যকর অবদান রাখার আহ্বান জানান তিনি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)