আফ্রিকাকে সাহায্য করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত শাস্তি তুলে নেয়া: সিএমজি সম্পাদকীয়
2022-10-26 22:12:38

অক্টোবর ২৬: গতকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার উন্নয়ন কমিউনিটির নির্ধারিত ‘শাস্তি-বিরোধী দিবস’। আফ্রিকার বিভিন্ন দেশ আবারও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশকে জিম্বাবুয়ের ওপর থেকে শাস্তি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধের ২০ বছর ছাড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২০ বছরে, শাস্তির কারণে জিম্বাবুয়ের ৪০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। আসলে জিম্বাবুয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হল দীর্ঘসময় ধরে আফ্রিকায় মার্কিন হস্তক্ষেপের প্রমাণ।

বর্তমানে ইউক্রেন সংকটের কারণে খাদ্য নিরাপত্তা সংকট, জ্বালানি সংকটসহ বিভিন্ন ঝুঁকি তৈরি হয়েছে। আফ্রিকার জন্য বিরাট চ্যালেঞ্জ। তবে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলো আফ্রিকার উন্নয়নের বিষয়টি উপেক্ষা করেছে।

 

গ্রীষ্মকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, ডিসেম্বর মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-আফ্রিকা শীর্ষসম্মেলন আয়োজন করবেন। তবে, যুক্তরাষ্ট্র সত্যি আফ্রিকাকে সাহায্য করতে চায়? নাকি তা শুধু মুখের সুন্দর কথা? যদি সহযোগিতা চায়, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে শাস্তি তুলে নেওয়া। এসব কথা বলেছে সিএমজি সম্পাদকীয়।

(শুয়েই/তৌহিদ)