তাইওয়ান সমস্যা এবং মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়ন করা হল চীনা কমিউনিস্ট পার্টির অটল ঐতিহাসিক কর্তব্য
2022-10-26 18:12:17

অক্টোবর ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় আজ (বুধবার) এক নিয়মিত সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে মুখপাত্র মা সিয়াও কুয়াং বলেছেন, তাইওয়ান সমস্যার সমাধান করা এবং মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়ন করা হল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কর্তব্য।

মুখপাত্র বলেন, চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘকাল ধরে অবিরাম প্রচেষ্টা চালিয়েছে এবং তাইওয়ান বিষয়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করেছে, যা তাইওয়ান প্রণালীর দু’পারের সম্পর্কের শান্তিপূর্ণ ও সমন্বিত উন্নয়ন এগিয়ে নিয়েছে এবং জাতীয় একীকরণ প্রক্রিয়া জোরদার করেছে।

 

তিনি আরও বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবিদার শক্তি হল মাতৃভূমি একীকরণের সবচেয়ে বড় বাধা। চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস পার্টির গঠনতন্ত্র সংশোধনে ‘তাইওয়ানের স্বাধীনতার দৃঢ় বিরোধিতা ও নিয়ন্ত্রণ’ যোগ করেছে, যা সিপিসি ও জনগণের ইচ্ছা প্রতিফলিত করে।

 

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)