চীন গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধের দৃঢ় উন্নয়নকারী ও বাস্তবায়নকারী: চীনা মুখপাত্র
2022-10-26 19:12:35


অক্টোবর ২৬: আজ বেইজিংয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীন হচ্ছে গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধের দৃঢ় উন্নয়নকারী ও বাস্তবায়নকারী। 


তিনি জানান, এবারে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে ‘সিপিসি’র সংশোধিত সংবিধান’ পাস করা হয়েছে। এতে শান্তি, উন্নয়ন, ন্যায়, গণতন্ত্র ও স্বাধীনতাসহ গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ এগিয়ে নেওয়ার বিষয় যুক্ত করা হয়েছে। এতে সিপিসি’র সদস্যদের বিশ্ব ও মানবজাতির প্রতি দায়িত্ব পালনের মনোভাব দেখা গেছে। 


তিনি জানান, নতুন যুগের ১০ বছরে বিশ্বের উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছে চীন। পাশাপাশি চীন প্রকৃত বহুপক্ষবাদ ধারণ করেছে, উন্মুক্ত বিশ্ব অর্থনীতি এগিয়ে নিয়েছে এবং বহু সভ্যতার বিনিময় জোরদার করেছে।


তিনি জোর দিয়ে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিহাসের সঠিক পথে, মানবজাতির অগ্রগতির পক্ষে দাঁড়ালে- বিশ্বের বিভিন্ন দেশ সমন্বিতভাবে সহাবস্থান করতে পারবে। পাশাপাশি, সহযোগিতা ও উভয়ের জয় বাস্তবায়িত হবে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এগিয়ে যাবে এবং হাতে হাত রেখে বিশ্বের সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)